মোবাইল ডিজাইন মাস্টারক্লাস কোর্স
About This Course
আমরা সচরাচর ইউটিউবে মোবাইল দিয়ে ডিজাইন করার বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পাই যেখানে বিভিন্ন এপস দিয়ে ডিজাইন করা দেখানো হয় খুব অল্প সময়ের মধ্যে। এগুলো দেখে আমরা অনেকে মনে করি ডিজাইন করা তো বেশ সহজ, কত অল্প সময়ে করে ফেললো অথচ নিজেরা করতে গেলে তখন হিমসিম খাই। ডিজাইনে কি করছি, কেন করছি, কোন কারনে করছি অনেক প্রশ্নের উত্তর মেলে না! কেউ বলে দিবে এরকমও পাওয়া যায় না। ইউটিউবে মোবাইল দিয়ে ডিজাইনের অনেক ভিডিও থাকলেও কিভাবে কোন ডিজাইন করা হয়, কেন আসলে করা হয়, কিভাবে করলে তা প্রফেশনাল ডিজাইনের কাতারে পড়বে এসব বিষয়ে আমাদের তাত্ত্বিক আলোচনা, রুলসসমূহ বিশ্লেষণ ও হাতে কলমে দেখিয়ে দেয়া হয়না বললেই চলে। বাংলা ভাষায় এখন পর্যন্ত মোবাইল দিয়ে ডিজাইন করার বিষয়ে বিশদ আলোচনা ইউটিউব করলেও পাওয়া যায়না। অনেকেই আমাদের কাছে এই মোবাইল দিয়ে হাতে কলমে ডিজাইনের একটা সাজানো বেসিক টু এডভান্স একটি গাইডলাইন চাচ্ছিলেন, যাদের মধ্যে কেউ কেউ হয়তো মোবাইল দিয়ে ডিজাইনের টুকটাক কাজও করেন, কিছু প্রাকটিক্যাল কাজ পারেনও অনেকে, কিন্তু ডিজাইনের বিভিন্ন বিষয় সম্পর্কে নিয়ম নীতি না জানার কারনে সঠিক লক্ষ্যে পৌছাতে পারেননি। আবার কেউ কেউ ডিজাইনের ড ও জানেন না। অর্থাৎ তারা ডিজাইন লাইনে একদমই নতুন। আমাদের ৩-৪ মাসের এই কোর্সটি সেসব বিষয় নিজের দখলে এনে ডিজাইন সম্পর্কে অভিজ্ঞ হবার পথের একটি মাইলফলক হতে যাচ্ছে ইন শা আল্লাহ। মনে রাখবেন, এই কোর্স ভালোভাবে করে ডিজাইন বিষয়ে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করলে এর মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাজ যেমন করে দিতে পারবেন মোবাইল দিয়েই, ঠিক তেমনি নিজের একাডেমিক পড়াশুনার বিভিন্ন পারপাসে সহ ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক প্রয়োজনে প্রফেশনাল মানের ডিজাইনও করতে পারবেন হাতের মোবাইলটা দিয়েই। এছাড়াও ডিজাইন বিষয় নিয়ে অনেক তাত্ত্বিক জ্ঞান অর্জন করবেন প্রাকটিক্যাল জ্ঞানের পাশাপাশি। আর জানেনই তো ডিজাইন বিষয়ে ভালোভাবে অভিজ্ঞ হলে, ভালোমানের একটা ধারনা থাকলে পরবর্তীতে এই বিষয়ে কম্পিউটারের মাধ্যমে প্রফেশনাল ক্যারিয়ার গড়াও সহজসাধ্য হবে। কিন্তু ভালোভাবে ধারনা না থাকলে এর উপর আপনার দখল যেমন সহজে আসবে না, এর নাড়িনক্ষত্র জেনে একে ফিউচারে নিজের ক্যারিয়ারেও কখনো ব্যবহার করতে পারবেন না।
Learning Objectives
Requirements
- প্লেস্টোর যুক্ত এন্ড্রয়েড মোবাইল ও ইন্টারনেট চালানোর বেসিক জ্ঞান।
- মোটামুটি মানের এন্ড্রয়েড মোবাইল যেটায় ২ থেকে ৬ জিবি র্যাম অন্তত আছে।
- কোর্সের ক্লাসগুলোতে মেনটরের দিক নির্দেশনা অনুযায়ী ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে। বুঝার সুবিধার্থে একটি ক্লাস বারবার দেখতে হবে, কথাগুলো মনোযোগ দিয়ে বারবার শুনতে হবে। কোর্সের নিয়মাবলী অনুযায়ী কোর্স করা উচিত। কোর্সের তাত্ত্বিক অথবা প্রাকটিক্যাল যে কোন বিষয়ে শেখার বিন্দুমাত্র আপত্তি থাকলে কোর্সে জয়েন হবেন না ইন শা আল্লাহ। আমরা শিখতে সিরিয়াসলি ইচ্ছুক এমন শিক্ষার্থী চাই, যাচাই করতে এসেছে, আরাম করতে এসে অল্পতেই অভিযোগ জানাচ্ছে এমন শিক্ষার্থী চাই না।
Target Audience
- যারা Student অথবা সময় বের করতে পারবেন কাজের ফাকে অবসরে, ভালোভাবে ইন্টারনেট ও মোবাইল চালনা জানেন, ধৈর্য ধরে শেখার প্রবল মানসিক ইচ্ছে আছে ও একটি মোটামুটি মানের এন্ড্রয়েড মোবাইল ও ইন্টারনেট কানেকশন আছে, তাদের জন্য এই কোর্স। আইফোন দিয়ে অথবা কম্পিউটার/ল্যাপটপ দিয়ে এই কোর্স এর ক্লাস দেখা গেলেও কোর্সটি করা সম্ভব না। তাই যাদের শুধু আইফোন অথবা শুধু কম্পিউটার বা ল্যাপটপ আছে, এন্ড্রয়েড মোবাইল নেই, তাদের জন্য এই কোর্স করা উচিত হবে না।